ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১০:১১, ৪ মে ২০১৯

  সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশে আঘাত হানার আগেই মানুষকে নিরাপদে সরিয়ে নিতে এবং দুর্যোগ মোকাবেলায় সরকারের সব সংস্থা ও বেসরকারী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন জানিয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল ইসলাম খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তিনি তার কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেনে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী সরকারের সকল সংস্থা এবং বেসরকারী সংগঠনগুলোক সমন্বিতভাবে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় কাজ করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সারাদেশে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবলেরাও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টর্গাডসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট বাহিনীগুলো ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাতের পরিপ্রেক্ষিতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান উপকূলবর্তী ১৯টি জেলার প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন। সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় শুক্র ও শনিবার খোলা রাখা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় এলাকার সংশ্লিষ্ট জেলাগুলো সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।
×