ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঞ্চে আসছে চন্দ্রকলার নাটক ‘শেখ সাদী’

প্রকাশিত: ০৯:৩০, ৩০ মার্চ ২০১৯

 মঞ্চে আসছে চন্দ্রকলার  নাটক ‘শেখ সাদী’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে আসছে তারুণ্য নির্ভর নাট্যদল চন্দ্রকলা থিয়েটারের ১৭তম মঞ্চনাটক প্রযোজনা ‘শেখ সাদী’। পারস্যের মহাকবি শেখ সাদীর জীবন ও কর্ম আশ্রিত নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু। নির্দেশনা ও নাম ভূমিকায় একক অভিনয়ে রয়েছেন এইচ আর অনিক। জানা যায়, নাটকটির কাহিনী এক ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে। দিল্লীর যুবরাজ মুহম্মদ বুলবনে তার সময়কালে এক বিশ্ব কবি সম্মেলনের আয়োজন করেন যেখানে মুখ্য কবি হিসাবে আমন্ত্রণ পান শেখ সাদী। শেখ সাদীর প্রাণাধিক প্রিয় বন্ধু দিল্লীর কবি আমীর খসরু আমন্ত্রণপত্র রচনা করেন এবং শেখ সাদীর আগমন নিশ্চিত করতে হৃদয়ের অন্তস্তল থেকে আহ্বান জানান। রাষ্ট্রীয় সম্মান এবং বন্ধুর আহ্বানে উৎফুল্ল শেখ সাদী সম্মানিত এবং আনন্দে আপ্লুত হলেও বার্ধক্যজনিত কারণে বিগত সময়ে একাধিকবার দিল্লী ভ্রমণ করলেও সেবার সে আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লী আসতে পারেনি। সশরীরে না যাবার ক্ষেত্রে অপরাপর আরেকটি কারণ ছিল, শেখ সাদী চেয়েছিলেন তার অন্তিম বেলা কাটুক শিরাজী নগরীতে যেখানে তার জন্ম-শৈশব-কৈশোর ও যৌবনে বেড়ে ওঠা। ফলে সিরাজ ত্যাগ করে দিল্লীর সে যাত্রায় শেখ সাদী না গেলেও শেখ সাদী তার রচিত গুলিস্তা, বুলিস্তাসহ অন্যান্য রচিত গ্রন্থ তুলে দিয়েছিলেন শিরাজীতে অভ্যাগত দিল্লীর রাষ্ট্রীয় অতিথিদের হাতে যুবরাজ ও কবিবন্ধুর প্রতি সম্মানার্থে। ইতিহাসের এই সত্যকে ঘিরেই নাটকটি শুরু হয়। মহাকবি শেখ সাদী তার সৃজন সাহিত্যের সম্ভার নিয়ে দাঁড়িয়ে শিরাজির নিজ গৃহে, পারস্য থেকে দিল্লীগামী মুসাফিরদের আসার অপেক্ষায়। দিল্লীর যুবরাজ মুহম্মদ বুলবন, কবি বন্ধুবর আমীর খসরুর আমন্ত্রণে শেখ সাদী অপেক্ষমাণ তার রচিত সাহিত্য সমগ্র আমন্ত্রণের প্রতিদান হিসেবে মুসাফিরদের হাতে তুলে দিতে। ফজরের আজন শেষে ভোরের আলো ফোটার মাহেন্দ্রক্ষণের মধ্যবর্তী অপেক্ষমাণ শেখ সাদীর সময়টুকু নিয়েই নাটক শেখ সাদী। পোশাকের পকেটে খাবর পুরার বহুল প্রচলিত কাহিনীর পাশাপাশি পারস্যের কবি রুদকী, ফেরদৌসী, জালাল উদ্দীন রুমি, ওমর খৈয়ামসহ পূর্বসূরি ও সমসাময়িক সাহিত্যিকদের সমান্তরাল পথচলা, যাপিত জীবনকে তুলে ধরা এবং নিজ সাহিত্য সৃজনের প্রেক্ষাপটকে মনোজগতে পুনরায় ফিরে দেখার এবং অপেক্ষার অবসানে শেখ সাদীর আত্ম উপলব্ধির নাটক ‘শেখ সাদী’। ‘শেখ সাদী’র পান্ডুলিপি প্রস্তুতি, চলমান মহড়া এবং মঞ্চায়নের প্রসঙ্গে শেখ সাদী নাটকের নির্দেশক এবং একক অভিনয়ের নাট্যাভিনেতা এইচ আর অনিক বলেন, নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু ‘মাইকেল মধুসূদন’, ‘হেলেন কেলার’ নাটক রচনার সুবাদে ইতোমধ্যেই জীবন আশ্রিত নাটক রচনায় দর্শক দ্বারা আদৃত। উপরন্তু ‘শেখ সাদী’ নাটকটি তিনি ঢাকার ইরানিয়ান কালচারাল সেন্টারের রিভিউ কমিটিকে দেখিয়ে এবং সহায়ক পরামর্শ পেয়ে আপ্লুত। পক্ষান্তরে আমি ও আমার দলীয় কর্মী নিয়ে ইতোমধ্যেই দিল্লীর যে সকল স্থানে শেখ সাদী ভ্রমণ করেছেন সে সকল স্থানে গিয়ে তথ্য সংগ্রহ করেছি। পাশাপাশি খুব শীঘ্রই আমরা সামগ্রিকভাবে প্রযোজনার মান উন্নয়নে কলকাতায় নাট্যকার মনোজ মিত্রের কাছ থেকে মঞ্চ নির্দেশনা এবং গৌতম হালদারের কাছ থেকে অভিনয় নির্দেশনা নিতে যাচ্ছি। পান্ডুলিপি প্রস্তুত থেকে মঞ্চায়নের প্রতিটি ধাপে আমাদের শ্রদ্ধেয় নাট্যজনদের দিক নির্দেশনা নিয়ে আমরা এগিয়ে চলেছি মঞ্চায়নের লক্ষে। যতদূর জানি বিশে^র মধ্যে শেখ সাদীকে নিয়ে প্রথম বারের মতো মঞ্চ নাটক মঞ্চায়নের পথে আমরা চন্দ্রকলা থিয়েটার। ফলে দর্শকদের বিপুল চাহিদা এবং রসাস্বাদনে যতদূর চেষ্টা করা যায় একটা দলের পক্ষে তা করতে আমরা বদ্ধপরিকর। আমরা চন্দ্রকলা থিয়েটার এখন সার্বক্ষণিক মহড়ার মহলায়, খুব শীঘ্রই মঞ্চায়নের পর্দা তোলার প্রত্যাশায়।
×