ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি

কোয়ালিফিকেশনে দাপট বাংলাদেশ-ভারতের

প্রকাশিত: ১১:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

কোয়ালিফিকেশনে দাপট বাংলাদেশ-ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি চ্যাম্পিয়নশিপে কোয়ালিফিকেশন রাউন্ডে দাপট দেখাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। রবিবার টঙ্গীতে ২য় দিনের কোয়ালিফিকেশন রাউন্ডের ৮টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রিকার্ভ পুরুষ এককে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৬২ স্কোর করে বাংলাদেশের মোঃ রুমান সানা র‌্যাঙ্কিংয়ে প্রথম, থাইল্যান্ডের থেপনা দেনচাই ৬৫৬ স্কোর করে দ্বিতীয়, ইরানের আশরাফি সাদেঘ ৬৫৫ স্কোর করে তৃতীয়, বাংলাদেশের মোহম্মাদ হাকিম আহমেদ রুবেল ৬৫৪ স্কোর করে চতুর্থ এবং ভারতের হুদা পরশ ৬৪৯ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করেন। কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ ১৯৬১ স্কোর করে প্রথম হয়েছে। বাংলাদেশের হয়ে পারফর্ম করেন রুমান সানা, মোঃ তামিমুল ইসলাম, মোহাম্মদ হাকিম আহম্মেদ রুবেল। কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভারত ১৮৮৪ স্কোর করে প্রথম হয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ভারত ১২৯২ স্কোর করে প্রথম হয়েছে। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভারত ২০৭৮ স্কোর করে প্রথম হয়েছে। মহিলা কম্পাউন্ড মহিলা এককে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৮৯ স্কোর করে জার্মানির হেইঘেনাউসের ক্রিস্টিনা প্রথম হয়েছেন।
×