ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরও লেবার ও টোরি এমপি দল ছাড়তে পারেন

প্রকাশিত: ০৭:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 আরও লেবার ও টোরি এমপি  দল ছাড়তে পারেন

যুক্তরাজ্যে ব্রেক্সিট নিয়ে মতবিরোধ এবং দলীয় নেতৃত্বে অনাস্থায় প্রধানমন্ত্রী টেরাসা মে’র ক্ষমতাসীন দল এবং বিরোধীদল লেবার পার্টি ছেড়ে স্বতন্ত্র দলে যোগ দিতে পারেন আরও এমপি। মে’র দল ত্যাগ করা টোরি এমপি হাইদি অ্যালেন আইটিভি’র পেস্টোন প্রোগ্রামে বলেন, ‘এক-তৃতীয়াংশ’ টোরি এমপিই পার্টি যে পথে চলছে তাতে বিরক্ত হয়ে পড়েছেন। আরেক টোরি এমপি জাস্টিন গ্রিনিং বলেন, চুক্তিবিহীন ব্রেক্সিট হলে তিনি দলত্যাগ করবেন। ‘ব্রেক্সিট পার্টি’ বনে যাওয়া দলে তিনি থাকতে চান না। সোমবার ব্রেক্সিট ও ইহুদী বিদ্বেষ নিয়ে প্রতিবাদ জানিয়ে জেরেমি করবিনের লেবার পার্টি থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র এমপিদের নতুন একটি দল হিসেবে পার্লামেন্টে বসেন ৮ এমপি। পরে প্রধানমন্ত্রী মে’র দল ত্যাগ করে স্বতন্ত্র ওই দলে যোগ দেন আরও তিন এমপি। স্বতন্ত্র দলটির এমপি সারাহ ওলাস্টোন বলেছেন, চুক্তিবিহীন ব্রেক্সিট হলে মন্ত্রিসভার এক তৃতীয়াংশ সদস্যই দল ছেড়ে দেবে। চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড বিবিসি রেডিও ফোর’স টুডে প্রোগ্রামে বলেন, তার সাবেক সহকর্মীদের মন্তব্যে তিনি দুঃখ পেয়েছেন। কিন্তু সময়ের আবর্তে তারা আবারও দলে ফিরে আসবেন বলে তিনি আশা করেন। দল কট্টরপন্থীদের কব্জায় চলে গেছে দলত্যাগী এমপিদের এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। সংশোধিত ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ আইনপ্রণেতাদেরকে আগামী সপ্তাহেই পার্লামেন্টে আরেকটি ভোট করতে হবে বলেও জানিয়েছেন হ্যামন্ড। কারণ, প্রধানমন্ত্রী মে এরই মধ্যে ব্রাসেলসে আলোচনা মধ্য দিয়ে চুক্তিতে শেষ মুহূর্তের পরিবর্তন আনার চেষ্টা শুরু করেছেন। কিন্তু আগামী সপ্তাহে ভোট অনুষ্ঠানের সময়ের মধ্যেই চুক্তিতে কাক্সিক্ষত পরিবর্তন আনা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দুপক্ষই। -টেলিগ্রাফ
×