ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আট বিভাগ থেকে ফুটবলার বাছাই সম্পন্ন

প্রকাশিত: ১১:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০১৯

আট বিভাগ থেকে ফুটবলার বাছাই সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) আয়োজিত ও সাইফ পাওয়ার ব্যাটারির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য প্রস্তাবিত শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের বরিশাল বিভাগের খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বরগুনা স্টেডিয়ামে বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে আগত মোট ৬০ খেলোয়াড়ের মধ্য থেকে প্রশিক্ষণের জন্য ৩০ জনকে বাছাই করা হয়। বাছাই প্রক্রিয়া উদ্বোধন ও খেলোয়াড়দের ইয়েস কার্ড প্রদান করেন বিডিডিএফএ মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর হমান মিকু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন সবাইকে এক প্লাটফর্মে দাঁড়িয়ে ফুটবলকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আজ খুশির দিন। কারণ আটটি বিভাগেই আমরা বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি। পুরো বাংলাদেশ যুক্ত হয়েছে এই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের জন্য এটা ইতিহাস হয়ে থাকবে। আমাদের ঘুমিয়ে পড়া ফুটবলকে আবার জাগিয়ে তুলতে হবে। এ জন্য তৃণমূল ফুটবলের উন্নয়নে কাজ করতে হবে। ফুটবলের উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ বিডিডিএফএ’র নির্বাচক প্যানেল খেলোয়াড় বাছাই সম্পন্ন করেন। বাছাই করা ৩০ জন খেলোয়াড় ২৭ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী প্রশিক্ষণের পর আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বরিশাল বিভাগকে প্রতিনিধিত্ব করবে। বরিশাল বিভাগের বাছাইয়ের মধ্য দিয়ে দেশের আটটি বিভাগের বাছাই কার্যক্রম সম্পন্ন হলো। বাছাইকৃত খেলোয়াড়রা হলেন ॥ রাকিব হাওলাদার, মেহেদী হাসান, আকাশ ফকির, মোঃ শরীফ, মশিউর রহমান, সজীব হোসেন, মোঃ নয়ন হাওলাদার, রিয়াজ, মোঃ রাসেল, অপু বিশ্বাস, ঈমাম হোসেন, মোঃ উজ্জল, আহসান হাবিব, মাসুদ রানা, মুজাহিদ ইসলাম, আল-আমিন, সহিদুল ইসলাম, জাকির হোসেন, মোঃ সজীব, মোঃ তারেক, মোঃ মিথুন, সিরাজুল ইসলাম, ফারদিন তালুকদার, ওলাচিন, রুহুল আমিন শাহীন, প্রসেন জিত, ইমরান হাওলাদার, সোহাগ শেখ, পনির তালুকদার ও মোঃ মনিরুজ্জামান।
×