ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ অংশ নিচ্ছে প্যারিস টেক্সওয়ার্ল্ডে

প্রকাশিত: ১১:৪৬, ৩১ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ অংশ নিচ্ছে প্যারিস টেক্সওয়ার্ল্ডে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের ২৯ জন এ্যাপারেল, ফ্যাব্রিক ও লেদার পণ্য প্রস্ততকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে প্যারিসে অনুষ্ঠিত চার দিনব্যাপী টেক্সওয়াল্ড প্রদর্শনীতে। আগামী ১১-১৪ ফেব্রুয়ারি এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে বিশ্বব্যাপী ফ্যাশন পণ্যের সবচেয়ে বড় প্রস্তুতকারক দেশ, বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক এবং পাকিস্তানের পণ্যের প্রদর্শনী হবে। এছাড়াও দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে লেদার ওয়ার্ল্ড প্যারিস। এই প্রদর্শনীতে ট্যানারির সঙ্গে সঙ্গে থাকবে পরিধানযোগ্য চামরা জাত পণ্যও। চামড়ার পোশাকের সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্য যেমন ব্যাগ, জুতা এবং ফ্যাশন পণ্যও এই প্রদর্শনীতে থাকবে। গত বছরের টেক্সওয়ার্ল্ড ও এ্যাপারেল সোর্সিং প্রদর্শনীতে সর্বমোট ১০৯৩ জন প্রদর্শক এবং ১৩,৫৭৯ জন দর্শক আসে পৃথিবীর ১১০টি দেশ থেকে। এছাড়াও প্রচুর দর্শক আসে যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন, ইটালি, জার্মানি এবং ইয়োরোপের নানা দেশ থেকে। বাংলাদেশ থেকে সরাসরি প্রদর্শক যেমন যাচ্ছেন তেমনি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর আওতাধীনে জাতীয় প্যাভিলিয়নের অংশ হিসেবেও যাচ্ছে অনেক প্রতিষ্ঠান ২০১৯ সালের টেক্সওয়ার্ল্ড, এ্যাপারেল সোর্সিং ও লেদার ওয়ার্ল্ড প্যারিসে।
×