ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ॥ গোলাম দস্তগীর

প্রকাশিত: ১০:৫৬, ৩১ জানুয়ারি ২০১৯

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ॥ গোলাম দস্তগীর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, সরকার মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। জেলার মাদক নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ ও মাদকদব্র্য নিয়ন্ত্রণ অধিদফতর কাজ করছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, তা অব্যাহত থাকবে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ে সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ আইভীর বাবা সাবেক পৌর চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে এসে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীর ওরশ উপলক্ষে এ মিলাদ মাহফিলে রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয় আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট হোসনে আরা বাবলি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আবু সফিয়ান এবং মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।
×