ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় মাইকেল জ্যাকসন

প্রকাশিত: ০৯:৫৭, ২৮ জানুয়ারি ২০১৯

দ্বিতীয় মাইকেল জ্যাকসন

মহাতারকা মাইকেল জ্যাকসনের ক্রেজ ফুরোবার নয়। এবার তার এমন এক খ্যাপাটে ভক্তের খোঁজ পাওয়া গেছে যিনি মাইকেল জ্যাকসনের মতো চেহারার আদল পেতে বহুবার শরীরে অস্ত্রোপচার করিয়েছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ার্সে বসবাসকৃত লিও ব্যাঙ্কো প্রিয় তারকা মাইকেল জ্যাকসন হতে গিয়ে ৩০ হাজার ডলারের বেশি খরচ করেছেন। ২২ বছর বয়সী লিও চোখ ও গালের মাঝামাঝি জায়গায় চার দফা অস্ত্রোপচার করিয়েছেন। এছাড়া চোয়াল ও থুতনিতে কয়েকবার অস্ত্রোপচার করিয়েছেন। মাইকেল জ্যাকসন সাজতে গত সাত বছরে এসব অস্ত্রোপচার করান তিনি। লিও বলেন, পৃথিবীর অনেক দেশে মাইকেল জ্যাকসনের মতো মানুষ রয়েছে। তবে আমি প্রকৃত মাইকেল জ্যাকসনের মতো হতে চেয়েছি। এ জন্য ১৫ বছর বয়সে আমি প্রথমবারের মতো অস্ত্রোপচার করাই। ওই সময় মোট ১১ জন প্লাস্টিক সার্জন দীর্ঘ সময় ধরে আমার শরীরে অস্ত্রোপচার করেন। তারপরও আমার মধ্যে প্রকৃত মাইকেল জ্যাকসনের আদল আসেনি। এরপর আরও কয়েক দফা অস্ত্রোপচার করানো হয়েছে। তবে এভাবে মাইকেল জ্যাকসন হওয়াতে আমি কিছুটা মধুর সমস্যায় আছি। রাস্তা বা শপিংমলে গেলে এখন লোকজন আমাকে ঘিরে ধরে। অটোগ্রাফ চায়। আবার কেউ সেলফি তোলার আবদার করে। এতে আমার পরিবারের লোকজন বিরক্ত হয়। লিওর মা বলেন, এভাবে চেহারার আদল পাল্টে ফেলায় আমি চিন্তিত। কারণ এতে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা থেকে যায়। অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×