ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চেলসিতে নতুন চুক্তি মার্কোসের

প্রকাশিত: ০৫:৪২, ২৫ অক্টোবর ২০১৮

চেলসিতে নতুন চুক্তি মার্কোসের

স্পোর্টস রিপোর্টার ॥ জাবি এ্যালোনসোর অধ্যায় শেষ হয়ে গেছে বেশ আগেই। তবে এ বছর নতুন এক এ্যালোনসোকে পেয়েছে স্পেন জাতীয় দল। গত মার্চে অভিষেক হওয়ার পর ইতোমধ্যেই ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী মার্কোস এ্যালোনসো। জাবি ছিলেন মিডফিল্ডার, মার্কোস ডিফেন্ডার। ২০১৬ থেকেই তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের দল চেলসিতে খেলছেন। স্প্যানিশ এ তারকার সঙ্গে নতুন করে চুক্তি বাড়িয়েছে চেলসি। এ চুক্তিতে ২০২৩ পর্যন্ত মার্কোস থাকবেন স্ট্যামফোর্ডব্রিজে। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন জাবি এ্যালোনসো। ওই সময় তাকে কিছুদিনের জন্য পেয়েছিলেন মার্কোস। তিনি ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত রিয়ালের ‘বি’ দলে খেলেছেন এবং ২০১০ সালেই রিয়ালের মূল দলে অভিষেক হয়। অবশ্য একটি ম্যাচের বেশি খেলতে পারেননি। বোল্টন ওয়ান্ডারার্স, ফিওরেন্টিনা ঘুরে অভিজ্ঞ হওয়ার পর ২০১৬ সালের আগস্টে চেলসিতে যোগ দেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে চেলসির প্রিমিয়ার লীগ শিরোপা এবং গত বছর এফএ কাপ জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্পেনের এ জুনিয়র এ্যালোনসো। চেলসির হয়ে ৯২ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন ডিফেন্ডার মার্কোস। চেলসির ডিফেন্ডার ম্যারিনা গ্রানোভস্কাইয়া বলেন, ‘আমরা মার্কোসের চুক্তি বর্ধিত করতে পেরে উচ্ছ্বসিত। গত দুই মৌসুমে তিনি ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। তার দুর্দান্ত সামর্থ্য ও চমৎকার মনোভাব তাকে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন এবং স্পেনের আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করিয়েছে। এসব বিবেচনা করেই আমরা তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছি।’ অবশ্য নতুন চুক্তিতে পারিশ্রমিকের অঙ্ক নিয়ে কিছু বলা হয়নি।
×