ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকের ডেটার সুরক্ষা চায় জাপান

প্রকাশিত: ০৬:৫৪, ২৩ অক্টোবর ২০১৮

ফেসবুকের ডেটার সুরক্ষা চায় জাপান

ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার আরও ভালোভাবে সুরক্ষা দিতে সোশ্যাল জায়ান্ট ফেসবুককে সোমবার আহ্বান জানিয়েছে জাপান সরকার। সাম্প্রতিক সময়ে নানা ডেটা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বিশ্বব্যাপী এই সামাজিক মাধ্যমের লাখ লাখ ব্যবহারকারীর ক্ষতিগ্রস্ত হওয়ার জের ধরে এই আহ্বান এলো। নিরাপত্তার বিষয়গুলো নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটিকে ব্যবহারকারীদের সঙ্গে পুরোপুরি যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে জাপান সরকার। সেইসঙ্গে প্ল্যাটফর্মটিতে এ্যাপ্লিকেশন সেবাদাতাদের ওপর নজরদারি বাড়ানো ও নিরাপত্তা নীতিমালায় পরিবর্তন আনলে তা নীতিনির্ধারকদের জানাতেও আহ্বান জানানো হয়েছে। চলতি মাসে ফেসবুক জানায় সাইবার আক্রমণকারীরা ২.৯ কোটি ব্যবহারকারীর এ্যাকাউন্ট থেকে ডেটা হাতিয়ে নিয়েছে। এর আগে এপ্রিলে ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যামব্রিজ এ্যানালিটিকা কেলেঙ্কারিতে প্রায় ৮.৭ কোটি ব্যবহারকারীর ডেটা অপব্যবহারের খবর পাওয়া যায়। -অর্থনৈতিক রিপোর্টার মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি দিনব্যাপী ‘বাংলাদেশ ব্যাংক গাইডলাইনস ফর ক্যাশ ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার ৪৭ কর্মকর্তা ওই কোর্সে অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে¡) কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন
×