ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দর্শক টানে না সিনেমা হল

প্রকাশিত: ০৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 দর্শক টানে না সিনেমা হল

মাগুরার সিনেমা হলগুলির করুণ দশা। দর্শক টানতে পারছে না। মালিকরা অব্যাহত লোকসানের কারণে এই ব্যবসায় নতুন বিনিয়োগ করছেন না। ফলে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। জানা গেছে, জেলায় এক সময় সিনেমার স্বর্ণযুগ ছিল। বর্তমানে জেলা শহরে মাত্র দুটি সিনেমা হল চালু রয়েছে। মধুমিতা ও পূর্বাশা। তারপরও এই দুটি সিনেমা হল দর্শক টানতে পারছে না। বেতন কম ও চাকরির অন্যান্য সুযোগ সুবিধা নেই বলে নতুন কেউ সিনেমা হলে চাকরি নেন না। ফলে দক্ষ কর্মীর অভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে ডিশ লাইনে সিনেমা দেখা যায়, সিনেমার পাইরেসী ইন্টারনেটের কারণে হলে গিয়ে কেউ আর সিনেমা দেখেন না। ফলে জেলার সিনেমা শিল্প মুখ থুবড়ে পড়েছে। শহরের ছায়াবানী সিনেমা হলটি বিক্রির পর নতুন ক্রেতা সিনেমা হলটি সম্পূর্ণ ভেঙ্গে ফেলেছেন। পূর্বে জেলা শহর বাদেও উপজেলাগুলো এমনকি বড় বড় বাজারে সিনেমা হল ছিল। উপজেলাগুলোতে কোন মতে খুড়িয়ে চললেও বড় বাজারগুলোর সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। মালিকদের লাভ না হওয়ায় তারা সিনেমা হলে নতুনভাবে না সাজানোয় এসবের মান আগের মতো নেই। হলের পরিবেশ, বসার সিট তেমন ভাল না। পূর্বে দর্শকদের ভিড়ের কারণে মর্নিং শো হতো বর্তমানে আর মর্নিং শো হয় না। সিনেমা হলের কর্মচারীদের ঠিকমতো ভাল বেতন দেয়া হয় না বলে সেবারমানও খারাপ হয়ে পড়েছে। -সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×