ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার পাচ্ছেন আলতাফ মাহমুদ পদক

প্রকাশিত: ০২:৩২, ২৭ আগস্ট ২০১৮

হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার পাচ্ছেন আলতাফ মাহমুদ পদক

স্টাফ রিপোর্টার ॥ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন অভিনয় শিল্পী হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানটির সুর করে বাঙ্গালির হৃদয়ে চিরদিনের জন্য আসন করে নিয়েছেন প্রখ্যাত সুরকার ও ভাষাসৈনিক শহীদ আলতাফ মাহমুদ। গুণী এই মানুষটির অন্তর্ধান দিবস ৩০আগস্ট। দিনটিকে স্মরণ করে একটি অনুষ্ঠান আয়োজন করছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। আলতাফ মাহমুদের মেয়ে ও ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ জানান, শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন দুই গুণীজন সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদারকে শ্রদ্ধা জানিয়ে ‘আলতাফ মাহমুদ পদক ২০১৮’ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ আগস্ট শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আলতাফ মাহমুদ পদক, সম্মানী ও উত্তরীয় তাদের হাতে তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হয় ২০০৫ সালের ২৯আগস্ট।
×