ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ব্যাংকের টাকা লুটের ঘটনায় মামলা

প্রকাশিত: ১৮:০৩, ২২ আগস্ট ২০১৮

প্রিমিয়ার ব্যাংকের টাকা লুটের ঘটনায় মামলা

অনলাইন রির্পোটার ॥ রাজধানীর বাড্ডা লিঙ্ক রোড সংলগ্ন প্রিমিয়ার ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ব্যাংকটির সদর কার্যালয়ের সিনিয়র অফিসার (জেনারেল সার্ভিসেস ডিভিশন) রাহাত আলম মামলাটি দায়ের করেন। মামলা নং ১৮। মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ইন্সপেক্টর (অপারেশন) ইয়াসিন গাজী জানান, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। মামলাটি গুরুত্বে সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই ব্যাংকটিসহ ভবনের তিন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে আশপাশের দোকানপাট ও ভবনের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাংক লেনদেনের সময় এক ব্যক্তি ভেতরে ঢুকে ব্যাংকের ম্যানেজারকে পিস্তল ঠেকায়। এরপর ব্যাংকের সব স্টাফকে ভোল্ট রুমে ঢুকিয়ে ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ নিয়ে যায়। বাড্ডা থানা পুলিশ জানায়, ব্যাংক চলাকালীন ডাকাতির উদ্দেশ্যে একজন ডাকাতই ভেতরে প্রবেশ করেছিল। ব্যাংক কর্তৃপক্ষ মৌখিক অভিযোগ করার পর তদন্ত শুরু করে পুলিশ। তিনি জানান, আমরা ব্যাংকটিতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করতে পারিনি। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের ভবনের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে ডাকাতকে শনাক্তের চেষ্টা করছি।
×