
অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের উত্তরে কুন্দুজ অঞ্চলের কাছে তিনটি বাস থেকে শতাধিক যাত্রীকে অপহরণ করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান বিদ্রোহীরা।
আজ সোমবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।
ওই অঞ্চলে এর মাঝেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদন থেকে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তালেবান সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে।
আফগান সরকারের পক্ষ থেকে শর্তাধীন যুদ্ধবিরতির প্রস্তাবের একদিন পরই এ ঘটনা ঘটল।
তালেবান বিদ্রোহীরা ওই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলে সেটি কার্যকর হবে বলে জানান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। কিন্তু এখন পর্যন্ত তালেবান সদস্যদের পক্ষ থেকে যুদ্ধবিরতি বিষয়ক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।