ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেসলায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ আগস্ট ২০১৮

টেসলায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ইনকর্পোরেশনে ২০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড- পিআইএফ থেকে এই বিনিয়োগ করা হবে। সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ভিশন ২০৩০ এর অংশ হিসেবে তেলবহির্ভূত খাত থেকে আয় বাড়াতে এই বিনিয়োগ করা হচ্ছে। এরই অংশ হিসেবে, পরিকল্পনা অনুযায়ী গেল কয়েক মাসে টেসলার শেয়ার অধিগ্রহণ করে পিআইএফ। এছাড়া তেলবহির্ভূত আরও বিভিন্ন খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে পিআইএফের। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানান, পিআইএফ ফান্ডে দুই ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে। এদিকে সৌদি আরবের পক্ষ থেকে বিনিয়োগ ঘোষণার পরই লোকসানে থাকা টেসলার শেয়ার দর প্রায় ১৩ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×