ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে স্কুলছাত্র হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৪৮, ৩০ জুন ২০১৮

  ফরিদপুরে স্কুলছাত্র  হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবিতে  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ জুন ॥ স্কুলছাত্র আলাউদ্দিনকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে নিহত আলাউদ্দিনের বাড়ির সামনের রাস্তায় এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে পাগলপাড়া বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে নিহত আলাউদ্দিনের বাড়ির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য জামাল হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, নিহত আলাউদ্দিনের মা জান্নাতি বেগম। বক্তরা দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নিহত আলাউদ্দিনের মা জান্নাতী বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য, গত ৭ জুন তারাবি নামাজের জন্য বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয় তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও পাগলপাড়া গ্রামের বাসিন্দা গ্রিস প্রবাসী আবুল হোসেনের ছেলে আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর (১৫)। গত মঙ্গলবার রাত ১১টার দিকে মানিকদী গ্রামের একটি চকের ভেতর থেকে আলাউদ্দিনের গলিত লাশ উদ্ধার করা হয়।
×