ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু জুলাইয়ে

প্রকাশিত: ০৬:২৭, ১৭ মে ২০১৮

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু জুলাইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই জানা ছিল, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দুটি টি২০ ম্যাচ মার্কিন মুলুকে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) সিরিজের পুরো সূচীই ঘোষণা করে দিয়েছে। সিরিজ শুরু হবে জুলাইয়ে। শেষ হবে আগস্টে। দুই দলের মধ্যকার সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজ শুরু হয়ে শেষ হবে যুক্তরাষ্ট্রে। ঘোষিত সূচী অনুযায়ী সফরের শুরুতে এ্যান্টিগাতে দু’দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৪-৮ আট জুলাই সিরিজের প্রথম টেস্টে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট খেলার পর ১২ থেকে ১৬ জুলাই দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে। জ্যামাইকার সাবিনা পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। যেখানে ১৪ বছর পর সাবিনা পার্কে সাদা পোশাকের ক্রিকেট লড়াইয়ে নামবে সাকিবের দল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ২২ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে। ২৫ জুলাই একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচও। ২৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডেটি সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০ও একই স্টেডিয়ামে হবে। ৩১ জুলাই প্রথম টি২০ হবে। ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষ হয়ে যাবে প্রথম টি২০ দিয়েই। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ দুটি যথাক্রমে ৪ ও ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওন্যাল পার্কে অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ দল। এবারের সফরে চতুর্থবারের মতো ওয়েস্ট ইন্ডিজে পা রাখবে বাংলাদেশ। প্রথমবারের মতো জাতীয় দল যুক্তরাষ্ট্রে খেলবে। এ সফর নিয়ে এরই মধ্যে চলছে পুরোদমে অনুশীলন। ফিটনেস ট্রেনিং চলছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ দল জুনে ৩, ৫, ৭ তারিখে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। তবে বাংলাদেশের আসল দৃষ্টি ওয়েস্ট ইন্ডিজ সফরকে ঘিরেই। এই সফরটি ৪ জুলাই শুরু হয়ে ৫ আগস্ট শেষ হবে। এক মাসেরও বেশি সময় ধরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকতে হবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। আবার যুক্তরাষ্ট্রেও খেলবে দল। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচী তারিখ ম্যাচ স্টেডিয়াম ৪-৮ জুলাই প্রথম টেস্ট স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এ্যান্টিগা ১২-১৬ জুলাই দ্বিতীয় টেস্ট সাবিনা পার্ক, জ্যামাইকা ২২ জুলাই প্রথম ওয়ানডে প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা ২৫ জুলাই দ্বিতীয় ওয়ানডে প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা ২৮ জুলাই তৃতীয় ওয়ানডে ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস ৩১ জুলাই প্রথম টি২০ ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস ৪ আগস্ট দ্বিতীয় টি২০ সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওন্যাল পার্ক, ফ্লোরিডা ৫ আগস্ট তৃতীয় টি২০ সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওন্যাল পার্ক, ফ্লোরিডা
×