ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ, নিন্দা

প্রকাশিত: ০৪:৩১, ১৬ মে ২০১৮

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ, নিন্দা

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন দূতাবাস উদ্বোধনের পদক্ষেপে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনায় সোচ্চার হয়ে উঠেছে বিভিন্ন দেশ। গাজায় প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে দেশ দুটি থেকে নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেখির বোজদাগের উদ্ধৃতি দিয়ে সোমবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকে দূতদের ডেকে পাঠানো হয়েছে। ওয়াশিংটনের তুরস্ক দূতাবাস ওই খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সিএনএন। দূত প্রত্যাহারের বিষয়টি কতদিন বজায় থাকবে, এমন প্রশ্নে ওই দূতাবাসের মুখপাত্র বলেছেন, এ পর্যায়ে আমাদের তা জানা নেই। ‘সলাপরামর্শের’ জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। সম্প্রতি তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘সমাধানের চেয়ে যুক্তরাষ্ট্র ওই সমস্যার অংশ হওয়াই পছন্দ করেছে।’ সোমবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তিনি বলেছেন, শেষ এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র নিজের ভূমিকা খুইয়েছে। -বিবিসি ও ওয়েবসাইট
×