ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি ঘটেছে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:৩১, ১২ মে ২০১৮

বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে অনেক  উন্নতি ঘটেছে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার নিজের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার সকালে জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক কলেজ মাঠে এই ক্যাম্প উদ্বোধন করা হয়। ফিরিঙ্গীবাজার কো-অপারেটিভ সোসাইটি আয়োজিত ক্যাম্প উদ্বোধনকালে মেয়র বলেন, সরকারের আন্তরিকতায় দেশের চিকিৎসা সেবায় অনেক উন্নতি ঘটছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও এক্ষেত্রে অনেক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। তিনি এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ। ক্যাম্পে প্রায় চার শ’ রোগীর খতনা, কর্ণছেদন, ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
×