ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম প্রান্তিকে চীনে স্মার্টফোন বিক্রি কমেছে ২১ শতাংশ

প্রকাশিত: ০৪:২৬, ৩০ এপ্রিল ২০১৮

প্রথম প্রান্তিকে চীনে স্মার্টফোন বিক্রি কমেছে ২১ শতাংশ

বছরের প্রথম প্রান্তিকে চীনে ব্যাপক হারে কমেছে স্মার্টফোনের বিক্রি। বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের নতুন গবেষণায় উঠে এসেছে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি বছর প্রথম প্রান্তিকে দেশটিতে স্মার্টফোন বিক্রি কমেছে ২১ শতাংশ। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে ৯.১ কোটি স্মার্টফোন কিনেছেন চীনা গ্রাহকরা। পূর্বে এত কম পরিমাণ স্মার্টফোন বিক্রি হয়েছিল ২০১৩ সালের চতুর্থ প্রান্তিকে, বলা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে। ক্যানালিস বিশ্লেষক মোঃ জিয়া বলেন, ‘বিক্রি কমার বিষয়টি আগেই আভাস পেয়েছিল ক্যানালিস কিন্তু এত পরিমাণে কমবে তা ধারণা করতে পারেনি।’ জিয়া আরও বলেন, ‘আমরা ধারণা করছি ২০১৮ সাল জুড়েই বিক্রি কমবে চীনা বাজারে।’ সম্প্রতি এক প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয়ের হিসাব দিয়েছে স্যামসাং। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রতিষ্ঠানের আয় বেড়েছে ৫২ শতাংশ। কিন্তু চীনে স্মার্টফোন বিক্রিতে ধসের কারণে পরবর্তীতে আয় কমতে পারে প্রতিষ্ঠানটির। -অর্থনৈতিক রিপোর্টার
×