ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ৭ নদী পূনঃখনন কাজের শুভ সূচনা

প্রকাশিত: ০২:২৭, ২৮ এপ্রিল ২০১৮

 নরসিংদীতে ৭ নদী পূনঃখনন কাজের শুভ সূচনা

স্টাফ রিপোর্টার, নরসিংদী ǁ নরসিংদী জেলার অন্তর্ভূক্ত আড়িয়ালখাঁ, হাড়িধোয়া, পাহাড়িয়া, মেঘনা শাখা নদী, ব্রম্মপুত্র নদ ও পুরাতন ব্রম্মপুত্র শাখা নদ পূনঃ খনন প্রকল্প কাজের শুভ সূচনা করা হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী লে:কর্ণেল(অবঃ) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি শনিবার বিকেল ৩ টায় নরসিংদী সদর উপজেলার দূর্গম চর এলাকা করিমপুর ইউনিয়নের শুটকিকান্দি গ্রামে আনুষ্ঠানিক ভাবে প্রকল্প কাজের শুভ সূচনা করেন। এসময় মন্ত্রী বলেন, নরসিংদী জেলায় অবস্থিত ভরাট হয়ে যাওয়া নদীসমূহ খননের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন, পানি ধারন ক্ষমতা বৃদ্ধি, জলাবদ্ধতা দুরীকরন সহ পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বন্যায় নদীর পাড় ভাঙ্গন থেকে তীর রক্ষা, নদীপথে সঠিক নাব্যতা ফিরিয়ে নৌ-চলাচলের উন্নয়ন, পানির গুনগত মান উন্নয়ন, পানি সম্পদ ও জনস্বাস্থ্য রক্ষা সহ পরিবেশগত এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জনের লক্ষ্যে ৫শ ২৮ কোটি টাকা ব্যয়ে নরসিংদী জেলার নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা এবং নারায়নগঞ্জ জেলার অন্তর্ভূক্ত ব্রম্মপুত্র নদের ২শ ৩১ দশমিক ৮ কিলোমিটার নদী খনন, ২২ দশমিক ২ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ ও ৮৫ টি বিদ্যমান ব্রীজ ফাউন্ডেশন শক্তিশালীকরন প্রকল্প কাজ হাতে নেয়া হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ কনষ্ট্রাকশন ইঞ্জিনিয়ার বিগ্রেড এপ্রিল ২০১৮ থেকে ডিসেম্বর ২০১৯ সালের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়ন করবেন। সূচনা অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারিছ মিয়া, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ২৪ ইঞ্জিনিয়ার কনষ্ট্রাকশন ব্রিগেড এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, এ.এফডব্লিউসি, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল মো: তৌহিদ হোসেন পিএসসি, প্রকল্প পরিচালক লে: কর্ণেল কিসমৎ হায়াৎ পিপিএম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী এ.এইচ.এম ফখরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল মতিন সরকার, নির্বাহী প্রকৌশলী, নরসিংদী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী করিমপুর ইউনিয়নের পঞ্চবটি বাজার সংলগ্ন রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক দলীয় সভায় বক্তব্য রাখেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
×