ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু চুক্তিতে পরিবর্তন মানবে না ইরান

প্রকাশিত: ০৬:১২, ২৭ এপ্রিল ২০১৮

পরমাণু চুক্তিতে  পরিবর্তন মানবে না ইরান

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সাফ জানিয়ে দিয়েছেন পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে করা চুক্তির কোন পরিবর্তন তারা মানবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ফরাসী প্রতিপক্ষ ইমানুয়েল ম্যাক্রোঁ যখন তেহরানের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে ভাবছেন, তখন এ মন্তব্য করেন রুহানি। আল জাজিরা। রুহানি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ফ্রান্স একই সুরে কথা বলছে। তারা চাইছে পারমাণবিক চুক্তিতে পরিবর্তন আনতে। কিন্তু আমরা সাফ জানিয়ে দিচ্ছি, পারমাণবিক চুক্তিতে কোন ধরণের পরিবর্তন আনা হলে আমরা তা মেনে নেব না।’ ২০১৫ সালে ছয় জাতির সঙ্গে ইরান পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হয়। এরপরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দেশগুলো তেহরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা শুরু করে। বুধবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাব্রিজে দেয়া রুহানি ম্যাক্রোঁর বক্তব্যের জবাবে বলেন, তিনি কিভাবে ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে এ মন্তব্য করলেন। ট্রাম্পকে লক্ষ্য করে রুহানি বলেন, ‘আপনি সাত জাতিগোষ্ঠীর মধ্যে ফের নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, এ এখতিয়ার আপনাকে কে দিয়েছে।’
×