ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পলাশে যুবলীগ কর্মীদের ওপর হামলা ॥ প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৪:৫৩, ১০ এপ্রিল ২০১৮

পলাশে যুবলীগ কর্মীদের ওপর হামলা ॥ প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ পলাশে যুবলীগের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে সোমবার বিকেলে পলাশ বাসস্ট্যান্ডে স্থানীয় যুবলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম (শরিফ), সাধারণ সম্পাদক শফি, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ তুষার প্রমুখ। বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িত জেলা জাসদ সভাপতি জায়েদুল কবিরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, রবিবার বিকেলে পলাশ উপজেলার করতাতৈল স্কুল মাঠে জেলা জাসদ এক কর্মী সভা আহ্বান করে। সেখানে যাবার পথে পৌর এলাকার কাবিলা সড়কে যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে দেখেই জেলা জাসদের সভাপতি ও সঙ্গীয় কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে জেলা জাসদ সভাপতি জায়েদুল কবির তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে যুবলীগের নেতাকর্মীদেরকে ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে কয়েকজন যুবলীগ কর্মী আহত হয়।
×