ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেহরিনের ড্রেসিং

নেপালে আহত শাহীন ব্যাপারীর দ্বিতীয় দফা অস্ত্রোপচার

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ মার্চ ২০১৮

 নেপালে আহত শাহীন ব্যাপারীর দ্বিতীয় দফা অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার ॥ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারীর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আর শেহরিন আহমেদের ড্রেসিং করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত শাহিনের অস্ত্রোপচার করে মেডিক্যাল বোর্ডের সদস্যরা। চিকিৎসকরা জানান, শাহিন আগের চেয়ে ভাল আছেন। শাহরিনের অবস্থা উন্নতির দিকে। ঢাকা মেডিক্যালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডাঃ হোসাইন ইমাম জানান, শাহিন ব্যাপারীর পুড়ে যাওয়া ৮০ শতাংশ জায়গায় আমরা চামড়া লাগিয়ে দিতে পেরেছি। বাকি যেটুকু থাকবে তা অনেকটা নিজে থেকে ঠিক হয়ে যাবে। পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত আমরা সোমবার নেব। তিনি জানান, শাহিন ও একই দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদের প্রথম দফায় অস্ত্রোপচার হয় বুধবার। ডাঃ ইমাম জানান, রবিবার সকালে শাহরিনের প্রথম ড্রেসিং করা হয়েছে। ড্রেসিং করতে গিয়ে আমরা দেখেছি, শাহরিনও অনেক ডেভেলপড। শাহরিন, শাহিন দুইজনকে নিয়েই আমরা এখন কিছুটা চিন্তামুক্ত। গুরুতর আহত আরেক যাত্রী কবির হোসেনের বিষয়ে তিনি জানান, শনিবারের তুলনায় রবিবার কবির হোসেনের শারীরিক অবস্থা ভাল। তিনি হাত-পা নেড়ে কথা বলতে পারছেন। কবির হোসেনকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হলেও আমরা আমাদের মতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এদিকে একই বিমান দুর্ঘটনায় আহত মেহেদী হাসান, আলীমুন নাহার এ্যানী, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও সৈয়দ রাশেদ রুবাইয়াত। তারা সবাই শঙ্কামুক্ত আছেন। তবে তারা ট্রমা চিকিৎসায় রয়েছেন বলে জানান আবাসিক সার্জন ডাঃ হোসাইন ইমাম।
×