ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্র্যাক ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ মার্চ ২০১৮

ব্র্যাক ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৭ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.১০ টাকা। কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল, বেলা ১১টায়, ব্র্যাক সিডিএম, সাভার, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার
×