ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়েছে ॥ ইয়াফেস

প্রকাশিত: ০৪:০৯, ২৪ মার্চ ২০১৮

 বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়েছে ॥ ইয়াফেস

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের স্বীকৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস কর্মপ্রচেষ্টার ফসল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরসূরি শেখ হাসিনা তার আদর্শকে ধারণ করে দেশ পরিচালনা করছেন। এজন্য মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক অর্জনে জাতিসংঘ নির্ধারিত মাপকাঠি উত্তরণে বাংলাদেশ সক্ষম হয়েছে। উন্নয়নশীল দেশের স্বীকৃতি বিশ্বে বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেছে। শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘উন্নয়নশীল দেশের স্বীকৃতি-আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি এ অনুষ্ঠানের আয়োজন করে। আইডিইবি ভবনে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান।
×