ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বছিলা থেকে হিযবুতের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ মার্চ ২০১৮

বছিলা থেকে হিযবুতের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার হয়েছে জেহাদী বই এবং সরকার ও রাষ্ট্রবিরোধী লিফলেট। জঙ্গী সংগঠনটি জোরালোভাবে গোপন ও প্রকাশ্যে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। সংগঠনটির সাম্প্রতিক কর্মকা- আগের তুলনায় অনেক বেশি। বুধবার র‌্যাব-২ এর একটি দল দুপুর পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাজারীবাগ থানাধীন বছিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এলাকায় অভিযান চালায়। অভিযানে সেখানকার ৪ নম্বর সড়কের বি ব্লকের ১ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠনটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ মোঃ রিয়াদ হোসেন (২৪), পিতা-মোঃ নুরুল আমীন, সাং-চাঁদখালী, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর। মোঃ জিহাদুল ইসলাম (১৯), পিতা-মোঃ নুরুল আমীন, সাং-চাঁদখালী, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর। শরীফ হোসেন (২৩), পিতা- আবু তাহের, সাং- খন্দকারপুর বকশি বেপারী বাড়ী, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর । গ্রেফতারকৃতদের বরাত দিয়ে র‌্যাব-২ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনটি শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। বিভিন্ন কর্মকা-ের আড়ালে তারা তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। জঙ্গী সংগঠনটি প্রকাশ্যে ও গোপনে কার্যক্রম বাড়িয়েছে। নতুন করে কর্মী সংগ্রহের জন্য লিফলেট বিতরণ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গোপনে মিলিত হচ্ছে। গ্রেফতারকৃতরা ধর্মের অপব্যাখ্যা করে যুবকদের জঙ্গীবাদের দিকে টানার চেষ্টা করছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও ল্যাপটপে জঙ্গীবাদের বহু আলামত মিলেছে।
×