ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রিপুরায় আজ ভোট ॥ বড় চ্যালেঞ্জের মুখে সিপিএম

প্রকাশিত: ০৩:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

ত্রিপুরায় আজ ভোট ॥ বড় চ্যালেঞ্জের মুখে সিপিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে আজ ভোট। বিজেপি আশা করছে ২৫ বছরের বাম শাসনের অবসান। বিজেপির একটানা বামবিরোধী প্রচার-প্রচারণা অনেক জায়গায় প্রভাব ফেলতে পারে বলে সিপিএমের দলীয় নেতা-কর্মীদের একাংশের অভিমত। খবর এশিয়ান এইজের। ১৯৮৮ সালের পর এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন সিপিএম। ১৯৮৮ সালে কংগ্রেস-টিইউজেএস জোটের কাছে তারা পরাজিত হয়েছিল। ১৯৯৩ সালে ক্ষমতাসীন হয় সিপিএম। তারপর থেকে দীর্ঘ ২৫ বছর সিপিএমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিজেপি এবার আইপিএফটির সঙ্গে জোট বেঁধে জনজাতীয় ভাবাবেগকে কাজে লাগাতে চায়। এজন্য উপজাতীয় এলাকার বাম দূর্গের মূলে কুঠারাঘাত করতে চায়। তফসিলি সম্প্রদায় ও উপজাতি মিলিয়ে ত্রিপুরায় বিধানসভার সংরক্ষিত আসনের সংখ্যা ৩০। উপজাতীয় এলাকায় উন্নয়নের কাজ করার জন্য সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী (সিক্সথ সিডিউল) তৈরি হয়েছে স্বশাসিত জেলা পরিষদ। উপজাতীয়দের অন্যতম প্রধান ভাষা ককবরকে রাজ্য ভাষার স্বীকৃতিও দিয়েছে বামফ্রন্ট সরকার। এছাড়া উন্নয়নমূলক কর্মসূচীও হাতে নিয়েছে। উপজাতীয়দের জন্য আলাদা রাজ্যের দাবিকে সমর্থন না করলেও তাদের পাশে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। নির্বাচনী জোট সহযোগী আইপিএফপিকে পাশে নিয়ে সিপিএমের ওই ভিতে আঘাত হানতে চায় তারা। প্রত্যেককে স্মার্টফোন দেয়া, প্রতি ঘর থেকে একটা কারে চাকরি দেয়ার প্রতিশ্রুতি ভোটারদের একটা অংশকে প্রভাবিত করতে পারে। যদিও নির্বাচনী প্রচারাভিযানে সিপিএম নেতৃত্ব বলেছে, বিজেপির স্মার্টফোন ওয়ান টাইম ইউজের জন্য। একবার ব্যবহার করলেই ফেলে দিতে হবে। এবার প্রথমবারের মতো নতুন ভোটার হয়েছে ৪৭ হাজার ৮০৩ জন। যার মধ্যে নারী ২১ হাজার ৭৪৫ ও পুরুষ ২৬ হাজার ৫৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের সংখ্যা চারজন। ৩৫ বছর বয়স পর্যন্ত ভোটারের সংখ্যাও কম নয়। নতুন ভোটারদের বেশ বড় অংশের দোদুল্যমানতাও ভাবাচ্ছে সিপিএমকে। যে কারণে শেষ মুহূর্তে বুথ ধরে ধরে ভোটারদের ও তাদের বাড়ির লোকজনকে বোঝাচ্ছেন সিপিএম কর্মীরা। নতুন ভোটারদের নিয়ে বুথে যেতে পরামর্শও দিচ্ছেন তারা। আবার বুথস্তরে স্থানীয় লোকজনকে বলা হচ্ছে বহিরাগত। এই বহিরাগত বলতে সিপিএম যাদের বোঝাতে চাইছে তারা হলেন বিজেপির বিস্তারক ও স্বেচ্ছাসেবকরা।
×