ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেয়র প্রয়াত আনিসুল হকের নামে সড়কের নামকরণ

প্রকাশিত: ০৭:৩৫, ২৯ জানুয়ারি ২০১৮

মেয়র প্রয়াত আনিসুল হকের নামে সড়কের নামকরণ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাতরাস্তা-কাওরান বাজার সড়কটি সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের নামে নামকরণ করা হয়েছে। ১১ ডিসেম্বর কর্পোরেশন সভার সিদ্ধান্ত মোতাবেক তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কের নতুন এই নামকরণ করা হয়েছে। এ ছাড়া একই সভার সিদ্ধান্ত মোতাবেক বারিধারা পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্ক’ নামকরণ করা হয়েছে। অন্যদিকে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার সড়ক, পার্ক, মার্কেট ও কমিউনিটি সেন্টারের নতুন নামকরণের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে সংস্থার বোর্ড সভায়। একই সভায় মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এম এ আজিজের নামে চাঁনখারপুল মার্কেট, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের নামে নবাবগঞ্জ কমিউনিটি সেন্টার, সাবেক কাউন্সিলর প্রয়াত হাজী নাজির হোসেনের নামে আগা সাদেক সড়ক এবং প্রয়াত শহীদ বুদ্ধিজীবী খালেক সরদারের নামে সিক্কাটুলী পার্কের নতুন নামকরণের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে। সভায় ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের বাবা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের আজিমপুরের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্তও অনুমোদন দেয়া হয়।
×