ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাড়ে ১৩ হাজার বছর দণ্ড

প্রকাশিত: ০৬:২৪, ৩১ ডিসেম্বর ২০১৭

সাড়ে ১৩ হাজার বছর দণ্ড

থাইল্যান্ডের এক প্রতারককে তেরো হাজার বছর কারাদ- দিয়েছে দেশটির আদালত। চৌত্রিশ বছর বয়সী পুডিট কিট্টিথ্রাডিলোক নামের ওই প্রতারক স্বীকার করেছে, তিনি পঞ্চি প্রকল্প নামের একটি চিটফান্ড পরিচালনা করতেন, যেখানে গ্রাহকদের মূল অর্থের সঙ্গে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে লোকজনকে বিনিয়োগ করতে উৎসাহিত করেছেন। তার এই প্রকল্পে চল্লিশ হাজার লোক ষোল কোটি টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু তিনি লোকজন অতিরিক্ত মুনাফাতো দূরের কথা, সব অর্থ আত্মসাৎ করেন। অবৈধ লেনদেনের ও আড়াই হাজারেরও বেশি প্রতারণার দায়ে পুডিট কিট্টিথ্রাডিলোক আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। নিজের দোষ স্বীকার করায় আদালত তাকে ধন্যবাদ দিয়ে তার শাস্তি কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে। আইনজীবীরা বলেন, পুডিট সেমিনারের আয়োজন করে সেখানে উপস্থিত সবাইকে তার প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহিত করেছে। রিয়েল এস্টেট, পার্লার ও ব্যবহৃত গাড়ি ব্যবসার তার বিনিয়োগ রয়েছে বলে সবাইকে বিনিয়োগে উৎসাহিত করে। থাই দৈনিক ব্যাঙ্কক পোস্ট জানায়, সেমিনারে উপস্থিত সবাইকে সে বিনিয়োগের বহুগুণ অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন। চলতি বছরের আগস্টে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কারাগারেই রয়েছে সে। আদালত তাকে জামিন দিতে অস্বীকার করেছে। এছাড়া আদালত তার দুটি প্রতিষ্ঠানকে ২০ মিলিয়ন ডলার করে জরিমানা করেছেন। বছরে ৭ দশমিক ৫ শতাংশ হারে মুনাফাসহ ২ হাজার ৬৫৩ জন প্রতারিত গ্রাহককে ১৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে পুডিট ও তার প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।-বিবিসি অনলাইন
×