ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

প্রকাশিত: ০৬:৩০, ২৬ ডিসেম্বর ২০১৭

হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে ভারতীয় পেঁয়াজের দর। গত সপ্তাহে যে পেঁয়াজ কেজি প্রতি ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়েছিল; এখন তা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫ থেকে ৪৬ টাকায়। ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ ওঠায় দেশে আমদানি বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন পাইকাররা। ব্যবসায়ীরা জানান, ভারতের রাজস্থানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে পেঁয়াজের দাম কমতে শুরু করায় প্রতিকেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। আরেক ব্যবসায়ী জানান, হিলিতে এখন ৪০-৪৫ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সামনে আরও কমে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে বিক্রি হবে। এদিকে, বাজারে আসতে শুরু করায় কমেছে দেশী পেঁয়াজের দামও। আমদানিকারকরা বলছেন, আমদানি বাড়ায় আপাতত দাম বাড়ার আর কোন সম্ভাবনা নেই। হিলি কাস্টমস জানায়, চলতি সপ্তাহের প্রথমদিন এ বন্দর দিয়ে সাড়ে সাত শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×