ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাফ নদীতে পর্যটকবাহী জাহাজ ও লোড ড্রেজার মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: ০৬:০৯, ২৬ ডিসেম্বর ২০১৭

নাফ নদীতে পর্যটকবাহী জাহাজ ও লোড ড্রেজার মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ সংবাদদাতা ॥ টেকনাফ-সেন্টমার্র্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ ও লোড-ড্রেজারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোন প্রকারে যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সকাল ১০টায় দমদমিয়া জেটিঘাট হতে সেন্টমার্টিনগামী পর্যটক বোঝাই কেয়ারী ক্রুজ এ্যান্ড ডাইন নাফ নদী দিয়ে যাওয়ার পথে জালিয়াদ্বীপের উন্নয়নকাজে ব্যবহৃত নদী থেকে বালু উত্তোলনকারী লোড-ড্রেজার-১ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পর্যটকদের চিৎকারে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছে জাহাজে থাকা তিন শতাধিক নারী-পুরুষ ও শিশু পর্যটক। ওই ড্রেজারের জেনারেটর সমস্যা, স্টিয়ারিং ত্রুটি এবং সিগন্যাল উপেক্ষা করার কারণে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হলেও ড্রেজারে থাকা অপর কর্মচারীরা আরও কয়েকটি ড্রেজার নিয়ে পর্যটক বোঝাই জাহাজকে ঘেরাও করে হামলার চেষ্টা চালায়। কিন্তু পর্যটক বোঝাই জাহাজে অবস্থানকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সংবাদকর্মীদের তৎপরতায় পরিস্থিতি শান্ত হলে পর্যটক ভর্তি জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়।
×