ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটি নির্বাচনে সিপিবির প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ ডিসেম্বর ২০১৭

বরিশাল সিটি নির্বাচনে সিপিবির প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কমিউনিস্ট পার্টি (সিপিবি) দলীয়ভাবে জেলা সভাপতি এ্যাডভোকেট একে আজাদকে মেয়র প্রার্থী ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে নগরীর নাজির মহল্লা সড়কে জেলা কমিউনিস্ট পার্টির দলীয় কার্যলয়ে দলীয় সভায় এ ঘোষণা করা হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকম মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, শাহ আজিজুর রহমান, এএসএম মানিক, হারুন-অর রশিদ, বিমল মুখার্জী, অধ্যাপক ইসাহাক শরীফ প্রমুখ। জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম জানান, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ্যাডভোকেট একে আজাদকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপির জোট-মহাজোটের বাইরে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের লক্ষ্যে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটানোর আন্দোলনে বামপন্থীরাই কাজ করে যাবে। সেজন্য মেয়র প্রার্থীর পাশাপাশি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকাও ঘোষণা করা হয়। এর মধ্যে ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে স্বপন দত্ত, ৪নং ওয়ার্ডে সুমন দত্ত, ৬নং ওয়ার্ডে এএসএম মানিক, ৭নং ওয়ার্ডে অধ্যাপক পরিতোষ চন্দ্র হালদার, ৯নং ওয়ার্ডে শম্পা দাস, ১৯নং ওয়ার্ডে বিমল মুখার্জী, ২৩নং ওয়ার্ডে রেজাউল ইসলাম খোকন, ২৬নং ওয়ার্ডে অধ্যাপক বিপ্লব দাস এবং সংরক্ষিত আসন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে জ্যোৎস্না বেগমেকে কাউন্সিলর প্রার্থী করা হয়েছে। এর পূর্বে গত ৮ ডিসেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়র প্রার্থী ঘোষণা করেছে।
×