ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিড়ালের মৃত্যু তদন্তে কমিটি

প্রকাশিত: ০৫:১৯, ২৩ ডিসেম্বর ২০১৭

বিড়ালের মৃত্যু তদন্তে কমিটি

বিষ খাইয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে পুষি নামের একটি পোষা বিড়ালকে। এ খুনের বিচার দাবিতে থানায় হাজির হয়েছেন তার মালিক। ভারতের দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানায় গিয়ে প্রায় কেঁদেই ফেলেন বিড়ালটির বৃদ্ধ মালিক। ওই বৃদ্ধ বলেন, পুষি তার পরিবারের সদস্যের মতো। সে হয়তো কখনও কখনও পাশের অন্যসব ফ্ল্যাটে যেতো। তাই বলে তাকে খুন করা হবে? বিড়ালটির মৃতদেহ কোথায় পুলিশ কর্মকর্তা জানতে চাইলে ওই বৃদ্ধ জানান, তাদের আবাসনের একতলার একটি স্থানে পড়ে আছে পুষির নিথর দেহ। এরপর নেতাজিনগর থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বিড়ালটির মৃত্যু রহস্য উদঘাটনে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। নেতাজিনগর থানা পুলিশ জানায়, পুষির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তেনের জন্য পাঠিয়েছে। সন্দেহ করা হচ্ছে, বিড়ালটিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এটির ভিসেরা বা দেহের অংশ ফরেনসিতে পাঠানো হবে। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। সংবাদ প্রতিদিন অবলম্বনে।
×