ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয়ের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৪১, ১৫ ডিসেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয়ের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয়ের ৪৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। ১৯৭১ সালের এদিনে মুক্তিসংগ্রামের অগ্রপথিক শহীদ বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান (বদি মেম্বার) ও তার ২ ভাই শহীদ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান (এম.এসসি.) ও শহীদ মুক্তিযোদ্ধা করিমুজ্জামান ওরফে মুল্লুক জাহান (বিএ) শহীদ হন। শহীদ বদিউজ্জামান (বদি মেম্বার) গোপীবাগ, মতিঝিল, কমলাপুর, মানিকনগর, যাত্রাবাড়ী, নারিন্দা ও শ্যামবাজার অঞ্চলের আওয়ামী লীগের স্থানীয় খ্যাতনামা জনপ্রতিনিধি ও এলাকার বিডি মেম্বার ছিলেন। শহীদ বীর মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয় সমাজসেবক, বিদ্যোৎসাহী ও ক্রীড়া সংগঠক ছিলেন। তাদের প্রতিষ্ঠিত ইউসুফ সরদার বিদ্যালয়টি বর্তমানে তাদের সেজ ভাইয়ের নাম অনুসারে শহীদ শাহজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়েছে। ছোট ভাই শহীদ বীর মুক্তিযোদ্ধা করিমুজ্জামান ওরফে (মুল্লুক জাহান) গোপীবাগ সমাজকল্যাণ ও স্বাস্থ্য উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে মুক্তিযুদ্ধে তিনি শহীদ হলে তার নাম অনুসারে শহীদ মুল্লুক জাহান সমাজকল্যাণ ও স্বাস্থ্য উন্নয়ন কেন্দ্রের নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের একদিন পূর্বে, অর্থাৎ ১৫ ডিসেম্বর রাতে ঢাকা শহরের গেরিলা যুদ্ধে অংশগ্রহণ শেষে বাসায় ফেরার পথে হানাদার পাকবাহিনীর দোসর জামায়াত ইসলামীর কর্মী ও ছাত্রশিবিরের ক্যাডার আলবদর ও আল-শামস বাহিনী তাদের অপহরণ করে। পরে তাদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। তাদের অনেক জায়গায় খোঁজাখুঁজির পর রায়েরবাজার বধ্যভূমিতে অগণিত শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অসংখ্য লাশের মধ্য থেকে তাদের লাশ ইটখোলার কাদাযুক্ত জলাশয়ের মধ্যে হাত, পা বাধা উপুড় অবস্থায় খুঁজে পাওয়া যায়। পরে গোপীবাগ জামে মসজিদে জানাজা শেষে গোপীবাগ পঞ্চায়েত কমিটির কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। এ উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কুরআন খতম শেষে কবর জিয়ারত করা হবে। শহীদ বদিউজ্জামানের বড় ছেলে এটিএম ওয়াহিদুজ্জামান ওরফে আল আমিনের ৯৮, রামকৃষ্ণ মিশন রোড, গোপীবাগ ৬ষ্ঠ লেনের বাসভবনে দরুদ শরীফ, কুরআন তেলাওয়াত ও বাদ জুমা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×