ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৮ শতাংশ

প্রকাশিত: ০৬:০৮, ২৩ নভেম্বর ২০১৭

আগামী বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি অর্জনের কাক্সিক্ষত ধারা হোঁচট খেতে পারে। আগামী বছর প্রবৃদ্ধি কমে হবে ৬ দশমিক ৮ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিজনেস মনিটর ইন্টারন্যাশনাল- বিএমআই। সেই সঙ্গে চলতি হিসাবের ভারসাম্য নেতিবাচক হয়ে পড়ায়, কমার আশঙ্কা রয়েছে ডলারের বিপরীতে টাকার মান। সংস্থাটির এমন বিশ্লেষণ অমূলক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের শ্রম ও ঘামে এগিয়ে চলেছে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না, মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির চাকাও সচল রেখেছে ব্যক্তিখাত। মূলত ব্যক্তি খাতের অবদানের প্রেক্ষিতে সরকারী হিসাবে গেল অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। যদিও এ নিয়ে দেশী-বিদেশী সংস্থার রয়েছে ভিন্নমত। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিএমআই বলছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি বছর শেষে দাঁড়াবে ৭ দশমিক ১ শতাংশ। যা আগামী ২০১৮ সালে কমে আসবে ৬ দশমিক ৮ শতাংশে। চট্টগ্রামকে করিডর হিসেবে চায় মিজোরাম স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্য উন্নয়নে মিজোরাম ও ভারতের অন্যান্য প্রদেশের সঙ্গে বাংলাদেশের কানেক্টিভিটি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন দুই দেশের ব্যবসায়ীরা। বুধবার এফবিসিসিআই কার্যালয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং আমদানি-রফতানি বিষয়াবলী নিয়ে আলোচনা হয়। আলোচনাসভায় এফবিসিসিআই সভাপতি ভারতীয় প্রতিনিধিদলকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সিমেন্ট ইত্যাদি আমদানির আহ্বান জানান। ভারতের মিজোরাম রাজ্যের আইন পরিষদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সকালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে আসেন। এখানে তারা এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল আলম ইসলামের সঙ্গে সাক্ষাত করেন। মিজোরাম আইন পরিষদের চেয়ারম্যান লালরিয়ানা সালিও প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। লালরিয়ানা সালিও মিজোরামের পণ্য পরিবহন করতে চট্টগ্রামকে করিডর হিসেবে ব্যবহারের জন্য সহযোগিতা কামনা করেন এফবিসিসিআই সভাপতির কাছে। এছাড়া তিনি মিজোরাম থেকে বাঁশ, আদা, কমলালেবু ও অন্যান্য ফল আমদানির জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের অনুরোধ জানান। বৈঠকে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল, সহ-সভাপতি মোঃ মুনতাকিম আশরাফ।
×