ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরে বাংলা পদক পেলেন অধ্যক্ষ জাকিয়া

প্রকাশিত: ২২:০৪, ৩১ অক্টোবর ২০১৭

শেরে বাংলা পদক পেলেন অধ্যক্ষ জাকিয়া

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি সম্মাননা পদক ২০১৭ লাভ করেছেন। সদ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন। শেরে বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারশুব মোর্শেদের সভাপিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আবদুস সালাম মামুন। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এছাড়া দেশবরেন্য শিক্ষাবিদ, গবেষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয় অধ্যক্ষ জাকিয়া সুলতা আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের এই প্রতিষ্ঠান ইতিমধ্যে পরপর দুই বার ঢাকা বিভাগীয় অঞ্চলে শ্রেষ্ঠ বিদ্যাপিঠের খ্যাতি অর্জন করে।
×