ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিরমারা গ্রামের রুহুল আমিনের দৌড়ঝাপ শুরু

পল্লী বিদ্যুতের নতুন সংযোগ!

প্রকাশিত: ০০:৩৯, ২৩ অক্টোবর ২০১৭

পল্লী বিদ্যুতের নতুন সংযোগ!

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ পল্লী বিদ্যুতের নতুন সংযোগ প্রত্যাশীদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় কুমিরমারা গ্রামের অভিযুক্ত রহুল আমিন মৃধা দৌড়ঝাপ শুরু করেছেন। তিনি গ্রামের মানুষকে ধরে কয়ে-বলে কারও কাছে ক্ষমা চাচ্ছেন। কাউকে চোখ রাঙাচ্ছেন- যেন এ নিয়ে মুখ না খোলে। আবার কারও টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রশাসনিক ঝামেলা থেকে নিজেকে রক্ষায় রুহুল রবিবার সকাল থেকে স-পরিবারে এমনটি করছেন। রবিবার দৈনিক জনকন্ঠে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর রুহুল আমিন এমন দৌড়ঝাপ শুরু করেন। উল্লেখ্য রুহুল আমিন মৃধা প্রায় মাস খানেক আগে গ্রামটির ২০২টি পরিবারের কাছ থেকে এ পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন বলে এন্তার অভিযোগ উঠেছে। পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার নামে রুহুল আমিন মৃধা প্রত্যেকের কাছ থেকে এক হাজার থেকে ১২ শ’ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় বলে এন্তার অভিযোগ উঠেছে। কলাপাড়া পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের ডিজিএম সুদেব কুমার সরকার জানান, বিষয়টি তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন। এছাড়া তিনি আরও জানান, কলাপাড়ার সকল এলাকার নতুন বিদ্যুত দেয়ার জন্য এই মাসেই ডিজাইনের কাজ শেষ করা হবে। এ জন্য কাউকে এক পয়সাও দিতে হবে না। এমনকি কাউকে নতুন সংযোগ নেয়ার ব্যাপারে টাকা লেনদেন নিষেধ করতে মাইকিং পর্যন্ত করা হয়েছে বলে তিনি জানান।
×