ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় নাট্যভূমির ‘মহাবিপদ’

প্রকাশিত: ০৩:২৭, ১৪ অক্টোবর ২০১৭

শিল্পকলায় নাট্যভূমির ‘মহাবিপদ’

সংস্কৃতি ডেস্ক ॥ গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের নবমদিন আগামী ১৪ অক্টোবর শনিবার বিকাল ৪টায় নাট্যভূমির প্রযোজনা পথনাটক ‘মহাবিপদ’ মঞ্চস্থ হবে। এ্যাডভোকেট শওকত আলী রচিত ও শাহজাহান শোভন নির্দেশিত ‘মহাবিপদ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সিফাত আরা ভুঁইয়া বন্যা, রাজিব চন্দ্র শীল, এইচ, এম রায়হান রিপন, শারমিন কলি, মনিরুল ইসলাম রাজিব, মুনসুর আহমেদ, তাছলিমা আক্তার দৃষ্টি, আলমগীর, শাহীন, আরিফুল ইসলাম, আঁখি নূর, শাহজাহান শোভন প্রমুখ। ‘মহাবিপদ’ নাটকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নারী ধর্ষণের বিষয়টি তুলে ধরা হয়েছে। সমাজের এই অনাচার এবং অনাকাক্সিক্ষত ঘটনা থেকে মুক্তি দিতে নানা বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া নাটকে বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর এবং অন্যতম প্রধান চেতনার বিষয় মহান মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে।
×