ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে দুর্নীতির দায়ে কর্মকর্তার মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৪:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ভিয়েতনামে দুর্নীতির দায়ে কর্মকর্তার মৃত্যুদন্ড

ভিয়েতনামের এক আদালত শুক্রবার রাষ্ট্রীয় পেট্রো ভিয়েতনামের এক সাবেক চেয়ারম্যানকে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে মৃত্যুদন্ড দিয়েছে। সাবেক চেয়ারম্যানসহ ৫১ কর্মকর্তা ও ব্যাংকারের গণআদালতে এ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত এ দন্ড প্রদানের রায় দেয়। অভিযোগে বলা হয়েছে, দুর্নীতির কারণে সরকারের ছয় কোটি ৯০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। খবর ওয়েবসাইটের। পিপলস কোর্ট অব হ্যানয় পেট্টো ভিয়েতনামের সাবেক চেয়ারম্যান নগুয়েন জুয়ানসনের বিরুদ্ধে এ মৃত্যুদন্ডের রায় প্রদান করে। এ বিচার দীর্ঘদিন ধরে চলার পর এ রায় দেয়া শুরু হয়েছে। সুপ্রীম পিপলস প্রসিকিউরেসি অব ভিয়েতনাম এ মৃত্যুদন্ডের সুপারিশ করেছে। ভিয়েতনাম সাম্প্রতিক বছরগুলোতে লেথাল ড্রাগস প্রয়োগের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করছে। এর আগে এ দিন ওশেন গ্রুপস ব্যাংকিং ইউনিট, ওশেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ধনকুবের হাভ্যান থামকে আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যাবজ্জীবন কারাদ- দেয় এ আদালত।
×