ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৮৮ হাজারেরও বেশি হজ যাত্রী দেশে ফিরেছেন

প্রকাশিত: ০৩:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৭

৮৮ হাজারেরও বেশি হজ যাত্রী দেশে ফিরেছেন

অনলাইন রিপোর্টার ॥ পবিত্র হজ পালন শেষে আজ পর্যন্ত ৮৮ হাজারেরও বেশি হজ যাত্রী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজী বাংলাদেশে ফিরবেন বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ এক বুলেটিনে জানায়, আজ পর্যন্ত ৮৮ হাজার ২১৪ জন হজ যাত্রী সৌদি আরব হতে দেশে ফিরছেন। এবারের হজ পালন করতে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি আরব গেছেন। এরমধ্যে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ১৪৯ হজ যাত্রী ইন্তেকাল করেছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব থেকে প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, এ পর্যন্ত গত ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ার লাইন্স ২৫৬ ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করে। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স ১২০টি ও সৌদি এয়ারলাইন্স ১৩৬টি হজ ফ্লাইট পরিচালনা করে বলে হজ অফিস সুত্রে জানা যায়। মোট ৩৭০টি হজ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান ১৯১টি ও সৌদি এয়ারলাইন্স ১৭৯টি হজ ফ্লাইট পরিচালনা করবে। চলতি বছর সৌদি আরবে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৬১ হাজার ৮৮ জন হজ যাত্রীর মেডিক্যাল প্রোফাইল এন্ট্রি করেছে। এছাড়া ৯৪ হাজার ১৩৮ জনকে চিকিৎসা সেবা ও ৬৭ হাজার ৮৪২ জনকে চিকিৎসার ব্যবস্থা পত্র দেয়া হয়েছে। এছাড়া আইটি হেল্প ডেক্স হতে মোট ৬৫ হাজার ২৯৫ জনকে আইটি সেবা প্রদান করা হয়েছে । এবছর সৌদি আরবে বাংলাদেশের ১৪৯ জন হজ যাত্রী মারা যান । এর মধ্যে মক্কায় ১০৫, মদিনায় ২২, জেদ্দায় ৬ ও মিনায় ১৬ জন ।
×