ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান;###;প্রধান শিক্ষক ;###;ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ;###;ডেমরা, ঢাকা।;###;ই-মেইল: [email protected]

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিষয় ॥ প্রাথমিক গণিত

প্রকাশিত: ০৬:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০১৭

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিষয় ॥ প্রাথমিক গণিত

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক গণিত বিষয়ে ১ নং প্রশ্নে থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। আজ থেকে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ছাপা হবে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। এগুলো নিয়মিত সংগ্রহ করে অধ্যয়ন কর। আশা করি উপকৃত হবে। পঞ্চম অধ্যায় গুণিতক এবং গুণনীয়ক (পূর্ব প্রকাশের পর) ১৬। ১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? ক.৫টি খ.৬টি গ.৮টি ঘ.১০টি ১৭। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৮ ও ২৩০ কে ভাগ করলে যথাক্রমে ৩ ও ৫ অবশিষ্ট থাকে? ক.১৫ খ.৪৫ গ.১১৫ ঘ.১৪৫ ১৮। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮ ও ২৪ কে নিঃশেষে ভাগ করা যায়? ক.২ খ.৩ গ.৪ ঘ.৬ ১৯। কোন ক্ষুদ্রতম সংখ্যাটি ২৪ ও ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য? ক.৬ খ.৩৬ গ.৭২ ঘ.২১৬ ২০। ৪২ ফুট ও ৪৮ ফুট উচ্চতার দুইটি বাঁশকে সর্বনি¤œ কত ফুট দৈর্ঘ্যরে টুকরা করে কাটলে উভয় বাঁশের প্রত্যেক টুকরার দৈর্ঘ্য সমান হবে? ক.৫ ফুট খ.৬ ফুট গ.৭ ফুট ঘ.৮ ফুট ২১। ২৪ এর গুণনীয়ক কয়টি? ক.৫টি খ.৬টি গ.৭টি ঘ.৮টি ২২। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ক.৮৯ খ.৯৬ গ.১০৩ ঘ. ১০৬ ২৩। ৪ ও ৬ এর সাধারণ গুণিতক নিচের কোনগুলো? ক.৪, ১২, ২৪ খ.১২, ২৪, ৩২ গ.১২, ১৮, ২৪ ঘ.১২, ২৪, ৩৬ উত্তর ১৬.গ ১৭.খ ১৮.ঘ ১৯.গ ২০.গ ২১.ঘ ২২.ক ২৩.ঘ।
×