ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুদ্ধবিরতিতে রাজি কলম্বিয়ার ইএলএন বিদ্রোহীরা

প্রকাশিত: ০৫:৪৪, ৬ সেপ্টেম্বর ২০১৭

যুদ্ধবিরতিতে রাজি কলম্বিয়ার ইএলএন বিদ্রোহীরা

কলম্বিয়া সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানিয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)। অর্ধশতকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সোমবার দুই পক্ষ লড়াইয়ে সাময়িক বিরতি টানার ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস জানান, ইএলএন বিদ্রোহীদের সঙ্গে তাদের যুদ্ধবিরতি ১ অক্টোবর শুরু হবে, চলবে ১২ জানুয়ারির আগ পর্যন্ত। এই সময়সীমা পরে আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। পোপ ফ্রান্সিসের কলম্বিয়া সফরের আগে আগে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানায়। ভ্যাটিকান প্রধানের সফর দুইপক্ষকে ঐক্যমতে পৌঁছাতে তাড়া দিয়েছে বলে ইএলএনের বিবৃতিতে বলা হয়েছে। গত বছর কলম্বিয়া সরকার দেশটির বৃহত্তম গেরিলা দল ফার্কের সঙ্গে শান্তি চুক্তি করার পর এ বছরের ফেব্রুয়ারিতে ইকুয়েডরের রাজধানী কুইটোতে ইএলএনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শুরু করে। ১০২ দিনের যুদ্ধবিরতিতে ইএলএন কিডন্যাপিং বাদ দেয়ার পাশাপাশি গ্যাসক্ষেত্রসহ সরকারী প্রতিষ্ঠানে হামলা চালানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে জেলে থাকা ইএলএন নেতাদের অবস্থার উন্নতি এবং বাইরে থাকা শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে কলম্বিয়া সরকার। দেশটির উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকা এবং ভেনেজুয়েলা সীমান্তে শক্ত অবস্থানে থাকা ইএলএন বিদ্রোহীদের অনেক নেতাই সাম্প্রতিক মাসগুলোতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফেব্রুয়ারিতে দর কষাকষির আলোচনা শুরু হলেও কলম্বিয়া সরকার এক সময় হতাশ হয়ে ইএলএনের কাছে কিডন্যাপিং বন্ধের আকুতি জানায়। বিদ্রোহী এই গোষ্ঠীটি মুক্তিপণের অর্থেই দল চালায় বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে।
×