ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ আগস্ট ২০১৭

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস

শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভের প্রভাবে যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর হিউস্টন রবিবারও হাঁটুর নিচে জলমগ্ন থাকে। কোন কোন জায়গায় কোমর সমান পানি উঠেছে। অসুস্থ লোকজনকে হাসপাতালে নিয়ে যেতে নৌকা ব্যবহার করতে হচ্ছে। এ ঘটনা ২০০৫ সালে লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। সড়ক ও মহাসড়কগুলোতে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি, বিবিসি ও নিউইয়র্ক টাইমস। হিউস্টনের মেয়র সিলভেন্টার টার্নার শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন আতঙ্কিত হয়ে ৯/১১ ইমার্জেন্সি কল না করে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই ২ হাজারের বেশি এই কল পেয়েছে। ফলে ইমার্জেন্সি কল সিস্টেম এখন অতিরিক্ত চাপের মধ্যে আছে। ঘর থেকে বের করে আনা লোকদের জন্য প্রচুর সংখ্যক আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে বলে তিনি জানান। ঘূর্ণিঝড়ের প্রভাবে আর কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে। এদিকে এক্সন মোবিল উপকূলীয় শহর বেটাউনে তাদের দ্বিতীয় বৃহত্তম শোধনাগারটি বন্ধ রেখেছে। এছাড়া শেল অফশোরে তাদের দুটি তেল উত্তোলন স্থাপন বন্ধ রাখার কথা জানিয়েছে। বৃহত্তম তেল উৎপাদন কোম্পানিটি গালফ অব মেক্সিকোর ডিয়ার পার্ক উপকূলে একটি শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বন্ধ রেখেছে। উল্লেখ্য, টেক্সাস উপসাগরীয় উপকূল মার্কিন গ্যাস ও তেল শিল্পের প্রাণকেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘূর্ণিঝড় হার্ভে উপদ্রুত অঞ্চল পরিদর্শন করতে মঙ্গলবার টেক্সাস অঙ্গরাজ্য যাচ্ছেন। এর আগে বলেছিলেন পরিস্থিতি সামলে ওঠার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে তিনি কিছুটা সময় দিতে চান। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স এ কথা জানিয়েছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম তার প্রশাসনকে কোন বড় ধরনের অভ্যন্তরীণ বিপর্যয় মোকাবেলা করতে হচ্ছে। হার্ভের আঘাতে ইতোমধ্যে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হোয়াইট হাউস জানিয়েছে, উপদ্রুত অঙ্গরাজ্যের সঙ্গে কেন্দ্র সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ক্যাম্প ডেভিড অবকাশ কেন্দ্রে এক সপ্তাহ কাটানোর পর ট্রাম্প এখন টেক্সাস যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বিভিন্ন টুইট বার্তায় ট্রাম্প বলেন, তিনি ওই এলাকা পরিদর্শনে গেলে সেটি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার স্থানীয় প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করবে। একটি টুইট বার্তায় তিনি লেখেন, ‘অনেকেই বলছে এমন ভয়াবহ ঘূর্ণিঝড় তারা জীবনে দেখেনি। আশার কথা হলো পরিস্থিতি সামাল দেয়ার মতো উপযুক্ত লোক সেখানে রয়েছে।’ ফেডারেল, স্টেট ও স্থানীয় প্রশাসন যেভাবে পারস্পরিক সমম্বয়ের মাধ্যমে কাজ করছে ট্রাম্প তার প্রশংসা করেছেন। ক্রান্তীয় ঘূর্ণিঝড় হার্ভের প্রভাবে হিউস্টন শহরের রাস্তায় দুই ফুট পানি জমে গেছে। সড়কগুলো নদীর আকার ধারণ করেছে। টেক্সাসের দক্ষিণ-পূর্ব এলাকায় বন্যা ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বাতাসের জন্য উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। হাজার হাজার মানুষ বিদ্যুতবিহীন অবস্থায় পড়ে আছে। আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য হিউস্টনে ইউএস কোস্টগার্ডকে আরও হেলিকপ্টার পাঠানোর অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম নগরী হিউস্টনে ৬৬ লাখ লোক বাস করে। হার্ভে শুক্রবার টেক্সাস উপকূলে আঘাত হানে। আবহাওয়া দফতর শনিবার একে চার ক্যাটাগরি হারিকেন থেকে মান কমিয়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের পর্যায়ে নামিয়ে আনে। এর প্রভাবে স্থলভাগে টানা বৃষ্টি শুরু হয়। ২০০৪ সালে ঘূর্ণিঝড় চার্লি আঘাত হানার পর এটি ছিল ওই অঙ্গরাজ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ের ছোবল। হিউস্টন ক্রনিকলের দেয়া তথ্য অনুযায়ী ১৯৬১ সালের কার্লা ছিল টেক্সাসে এ যাবতকালে আঘাত হানা সবচেয়ে বড় ঘূর্ণিঝড়। এতে ৩৪ জন মারা গিয়েছিল।
×