ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটেনে এসিড সন্ত্রাস

এ বছর আরও ৫০ শতাংশ বাড়তে পারে

প্রকাশিত: ০৪:৩৫, ২৮ আগস্ট ২০১৭

এ বছর আরও ৫০ শতাংশ বাড়তে পারে

জাবেদ হাসান জানান, তিনি সত্যিই ভাগ্যবান। ব্রিটেনে এসিড হামলার সর্বশেষ শিকার ব্যক্তিদের মধ্যে এই চালকও একজন। তিনি যখন কথাগুলো বলছিলেন, তখনও ভয়ে কাঁপছিলেন। বললেন, ‘তবে ওরা আমার মুখে এসিড ছুড়ে দিতে পারেনি। ওরা আমাকে কষ্ট দিতে পারেনি।’ ব্রিটেনে গত তিন বছরে তিনবার এরকম এসিড হামলার মতো ঘটনা ঘটেছে। মপেড রাইডার থেকে শহরের ব্যাংকার বা রাজনীতিবিদ যে কেউই এ ধরনের হামলার শিকার হতে পারে। খবর বিবিসির। লন্ডন মেট্রোপলিটান পুলিশ ও আঞ্চলিক পুলিশপ্রধানদের ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে দেশটিতে ৭০০টি এসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে। ২০১৫ সালের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। কার্টন জানান, এ বছর এসিড সন্ত্রাসের ঘটনা আরও ৫০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। পুলিশপ্রধানরা জানান, হামলার পেছনে হামলাকারীদের একটিও অভিপ্রায় নেই।
×