ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রজার্স কাপে তারকাদের জয়জয়কার

প্রকাশিত: ০৬:৩০, ১১ আগস্ট ২০১৭

রজার্স কাপে তারকাদের জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ রজার্স কাপের দ্বিতীয়পর্বে সব ফেবারিট টেনিস তারকারাই জয়ের স্বাদ পেয়েছেন। বুধবার দুর্দান্ত জয়েই তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই ক্যারোলিনা পিসকোভা, এ্যাঞ্জেলিক কারবার, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ভেনাস উইলিয়ামস, একাটেরিনা মাকারোভা, গারবিন মুগুরুজা এবং সিমোনা হ্যালেপের মতো তারকারা। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকেই লজ্জাজনকভাবে বিদায় নিয়েছিলেন ক্যারোলিনা পিসকোভা। এরপর আর কোন টুর্নামেন্টে অংশ নেননি চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। তারপরও সৌভাগ্যক্রমে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন তিনি। টেনিসের শীর্ষে ওঠার পর রজার্স কাপেই প্রথমবারের মতো খেলতে নামেন পিসকোভা। শুরুটা দারুণভাবেই করলেন তিনি। রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্যারোলিনা পিসকোভা ৬-৩ এবং ৬-৩ সেটে পরাজিত করেন রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। প্রতিপক্ষকে হারাতে এদিন তিনি সময় নেন মাত্র ৭০ মিনিট। টুর্নামেন্টের প্রথম ম্যাচ তাও আবার শীর্ষে ওঠার পরও প্রথম। পিসকোভা একটু বিচলিতই ছিলেন। তবে শুরুর আগের সেই ভয়-ভীতি অবশ্য ম্যাচের সময় আর থাকেনি। ম্যাচ শেষে এ বিষয়ে পিসকোভা বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমার মধ্যে একটু ভয় কাজ করছিল তবে শেষের দিকে অবশ্য অনেক ভাল লাগছিল। আমি মনে করি এটা আমার সেরা খেলা নয় যদিও বা আমার সেরাটা ঢেলে দেয়ারই চেষ্টা করেছি। প্রথম ম্যাচ সবসময়ই কঠিন। তারপর পরবর্তী রাউন্ডের টিকেট কাটতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’ জয়ের স্বাদ পেয়েছেন সদ্য সমাপ্ত উইম্বলডনের শিরোপাজয়ী গারবিন মুগুরুজাও। টুর্নামেন্টের চতুর্থ বাছাইয়ের প্রতিপক্ষ ছিল ক্রিস্টেন ফ্লিপকেন্স। শুরুটা অবশ্য দুর্দান্তভাবেই শেষ করেন স্প্যানিশ টেনিস তারকা মুগুরুজা। শেষ পর্যন্ত তিনি ৭-৫ এবং ৬-২ সেটে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৮২ নাম্বারে থাকা বেলজিয়ামের বাছাই ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। আমেরিকার তরুণ প্রতিভাবান খেলোয়াড় ক্যাথেরিন বেলিস উত্তর আমেরিকার হার্ডকোর্টে তার চমক অব্যাহত রেখেছেন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি পরাজিত করেছেন রাশিয়ার সভেতলনা কুজনেতসোভাকে। এদিন তিনি ৬-৪ ৭-৫ সেটে পরাজিত করেন টুর্নামেন্টের অষ্টম বাছাই কুজনেতসোভাকে। রজার্স কাপের আগে আমেরিকার ১৮ বছর বয়সী এই টেনিস তারকা সেমিফাইনাল খেলেছেন স্ট্যানফোর্ডে। টেনিস কোর্টে গত বছরটা দারুণ কেটেছে এ্যাঞ্জেলিক কারবারের। অথচ চলতি মৌসুমে একেবারেই নিষ্প্রভ এই জার্মান তারকা। এখন পর্যন্ত কোন মেজর টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যে কারণে কয়েকদিন আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে হয় তাকে। তারপরও হাল ছাড়েননি স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। বুধবার রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় বাছাই এ্যাঞ্জেলিক কারবার ৬-৪ এবং ৭-৬ (৭/৫) সেটে পরাজিত করেন ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে। টুর্নামেন্টের দশম বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পরাজিত করেছেন হুন্ডুরাসের তিমিয়া বাবোসকে। এদিন তিনি ৬-০ এবং ৬-১ সেটে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়েই দিয়েছেন। গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম রাদওয়ানস্কা। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিততে পারেননি পোল্যান্ডের এই টেনিস তারকা। তারপরও হাল না ছেড়ে নিয়মিতই লড়াই চালিয়ে যাচ্ছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। চলতি মৌসুমের শুরু থেকে আলো ছড়াচ্ছেন ভেনাস উইলিয়ামস। রজার্স কাপেও জয় দিয়ে মিশন শুরু করেছেন তিনি। আমেরিকান টেনিস তারকা এদিন ৭-৫ ও ৭-৫ সেটে হারান ক্যাটরিনা সিনিয়াকোভাকে। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপও জয় দিয়ে যাত্রা শুরু করেছেন। রোমানিয়ার প্রতিভাবান টেনিস তারকা এদিন ৬-৩ ও ৬-৪ সেটে পরাজিত করেন সেøাভাকিয়ার মাগডালেনা রিবারিকোভাকে। এছাড়াও জয়ের স্বাদ পেয়েছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া, অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টি। তবে রজার্স কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা এবং সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা। আমেরিকার সেøায়ানে স্টিফেন্সের কাছে হার মানেন দুইবারের উইম্বলডন জয়ী কেভিতোভা। জোহানা কন্টাকে হারান রাশিয়ার একাটেরিনা মাকারোভা এবং অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার কাছে হেরে বিদায় নেন ডোমিনিকা সিবুলকোভা।
×