ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সম্ভাবনাময় অভিনেতা সৌখিন

প্রকাশিত: ০৫:৩৭, ৩ আগস্ট ২০১৭

সম্ভাবনাময় অভিনেতা সৌখিন

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা লিয়াকত আলী নয়ন সৌখিন। তবে মিডিয়াতে তিনি সৌখিন নামেই পরিচিত। শরীয়তপুরের জাজিরার সন্তান সৌখিন এ পর্যন্ত বেশ কিছু নাটক টেলিফিল্ম এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। সংশ্লিষ্টদের কাছে পরিচিত হয়ে উঠছেন। নতুন নতুন নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। এদিকে এ আর রহমান পরিচালিত সৌখিন অভিনীত ‘এক পলকে দেখা’ নামের একটি চলচ্চিত্রটি আগামী ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে। সৌখিন জানান ‘এক পলকে দেখা’ চলচ্চিত্রটি তার অভিনয় ক্যারিয়ারে জন্য মাইফ ফলক হতে যাচ্ছে। চলচ্চিত্রের অভিনয়ের বিষয়ে বেশ আশাবাদী সৌখিন। এর আগে সৌখিন অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এগুলো হলো প্রয়াত এম বি মানিক পরিচালিত ‘দশ নং মহা বিপদ সংকেত’ এবং প্রয়াত পি এ কাজল পরিচালিত ‘ভালবাসা আজকাল’। সৌখিন অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে চঞ্চল বড়ুয়া পরিচালিত ঈদের নাটক ‘নিঃসঙ্গ গোলাপ’, সুমন রেজা পরিচালিত ‘ক্লাব বি পজেটিভ’, তৌকির আহমেদ সুজন পরিচালিত বিটিভির নাটক ‘পরিণতি’, প্রয়াত বেলাল আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘যেখানে স্বপ্নের দেশ’, নাজিরুল ইসলাম আকাশ পরিচালিত টেলিফিল্ম ‘প্রতিবাদ’ প্রভৃতি। তবে চলচ্চিত্র বা নাটক যাই হোক সব সময় নেগেটিভ চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন সৌখিন। সে জন্য এই চরিত্রে কাজের প্রস্তাব পেলেই তার বেশ ভাল লাগে। ভবিষ্যতেও নেগেটিভ চরিত্রে নিয়মিত অভিনয় করতে চান তিনি। এই পর্যন্ত তার ক্যারিয়ারের জন্য তিনি গীতিকবি সোহাগ ওয়াজি উল্লাহর কাছে কৃতজ্ঞ। তিনিই সৌখিনকে অভিনয়ের বিষয়ে উৎসাহ দিয়েছেন। এছাড়া অচিরেই তিনি একাধিক শর্টফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। যেখানে তিনি প্রযোজনার পাশাপাশি নিজেও অভিনয় করবেন। অভিনেতা হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা ও দর্শকদের কাছে দোয়া চান। তার জন্য শুভ কামনা।
×