ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ‘আঞ্চলিক হাওড় কনভেনশন’ অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:১৩, ২৮ জুলাই ২০১৭

নেত্রকোনায় ‘আঞ্চলিক হাওড় কনভেনশন’ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ ‘আসুন বিপন্ন হাওড়বাসীর পাশে দাঁড়াই’ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়ার পাবলিক হলে ‘আঞ্চলিক হাওড় কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে। হাওড় কনভেনশন আয়োজক কমিটি আয়োজিত এ কনভেনশনের উদ্বোধন করেন অন্যতম সংবিধান প্রণেতা ও সাবেক এমএনএ এ্যাডভোকেট সাদির উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনঃ বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, এ্যাডভোকেট আনিসুর রহমান খান, লেঃ কর্ণেল (অব) আব্দুন নূর খান, সাজ্জাদ জহির চন্দন, বজলুর রশিদ, চিত্তরঞ্জন সরকার, এ্যাডভোকেট এনামুল হক প্রমুখ। ‘হাওড় বাংলার অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলিনী কান্ত সরকার। নেত্রকোনা ছাড়াও কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার হাওড়াঞ্চলের কৃষক, কৃষাণী, শ্রমিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, পরিবেশ বিশেষজ্ঞ, সমাজকর্মী, সমাজ চিন্তক, মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদরা এ কনভেনশনে অংশগ্রহণ করেন।
×