ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিশরে ২৮ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৯:৩৮, ২৩ জুলাই ২০১৭

মিশরে ২৮ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক ॥ মিশরের শীর্ষ এক কৌঁসুলিকে হত্যার বিচারের রায়ে ২৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কায়রোর একটি অপরাধ আদালত। শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষের অনুমোদনের পর শনিবারের দেশটির আদালত এ রায় ঘোষণা করে। রায়ে দোষী সাব্যস্ত আরো ১৫ জনের প্রত্যেককে ২৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৫ সালে রাজধানী কায়রোয় সরকারি কৌঁসুলি হিশাম বরকতের গাড়িবহরে গাড়িবোমা হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের জন্য মুসলিম ব্রাদারহুড ও ফিলিস্তিনের গাজাভিত্তিক রাজনৈতিক গোষ্ঠী হামাসকে দায়ী করেছিল মিশর। উভয় গোষ্ঠীই এই হত্যাকাণ্ডে তাদের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করে। জুনে দোষীদের মৃত্যুদণ্ড অনুমোদনের সুপারিশ করে দেশটির শীর্ষ ধর্মীয় নেতা গ্রান্ড মুফতির কাছে আর্জি পাঠায় আদালত। গ্রান্ড মুফতি ওই সুপারিশ অনুমোদন বা প্রত্যাখ্যান করার অধিকার রাখেন। আদালত মৃত্যুদণ্ড দেয়ার ক্ষেত্রে মুফতির পরামর্শ নিয়ে থাকে, তবে তার সিদ্ধান্ত মানার কোনো বাধ্যবাধকতা নেই। গতকাল শনিবার আদালতের শুনানিতে মৃত্যুদণ্ড নিশ্চিত করে রায় দেওয়া হয়, তবে দণ্ডিতরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। রায়ের প্রতিক্রিয়ায় আসামীপক্ষের আইনজীবী আহমদ সাদ বলেছেন, “এই রায় অত্যন্ত বেদনাদায়ক। অন্যান্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, শহীদ হিশাম বরকতকে হত্যার ঘটনায় যাদের কোনো ভূমিকা ছিল না। ওই ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতাই ছিল না। ”
×