ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক বিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৪১, ১৮ জুলাই ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] (পূর্ব প্রকাশের পর) ১৬। জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কোন দূষণ ঘটায়? উত্তর: মাটি ও পানি দূষণ ১৭। অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ ও শিল্পকারখানা স্থাপনের কারণে পরিবেশের কোন দূষণ হচ্ছে? উত্তর: বায়ু দূষণ ১৮। রাসায়নিক বর্জ্য পুকুরে গিয়ে পড়লে মাছ মরে যায় কেন? উত্তর: পানিতে অক্সিজেনের অভাব হয় বলে ১৯। হাসপাতাল ও বাড়িতে রোগীদের সমস্যা হয় পরিবেশের কোন দূষণের কারণে? উত্তর: শব্দ দূষণের ২০। আবর্জনা পোড়ালে কোন দূষণ হয়? উত্তর: বায়ু দূষণ ২১। জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরির কারণে কোন দূষণ হয়? উত্তর: পানি দূষণ ২২। বায়ু দূষণ কীসের ওপর প্রভাব ফেলে? উত্তর: স্বাস্থ্যের ওপর ২৩। পানি দূষণের মাত্রা কোথায় বেশি? উত্তর: নদী ও খালে ২৪। পানি দূষণের ফলে কী রোগ হয়? উত্তর: াকলেরা/ ডায়রিয়া ২৫। শব্দ দূষণ কীসের ওপর সরাসরি প্রভাব ফেলে? উত্তর: শ্রবণশক্তির ওপর ২৬। পরিবেশ দূষণের মূল এবং প্রধান নিয়ামক কী? উত্তর: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ২৭। পরিবেশ সংরক্ষণে সবচেয়ে কার্যকরী উপায় কী? উত্তর: গণসচেতনতা বৃদ্ধি ২৮। হাসপাতালের বর্জ্য কী দূষিত করে? উত্তর: মাটি ২৯। যানবাহনের কারণে কী দূষিত হয়? উত্তর: বায়ু ও শব্দ ৩০। অধিক হারে বনজঙ্গল কাটার ফলে কোন সমস্যার সৃষ্টি হয়? উত্তর: মাটির ক্ষয় বৃদ্ধি পায় ৩১। বায়ু দূষণের ফলে শিশুদের কোন রোগ হয়? উত্তর: শ্বাসকষ্ট ৩২। কলকারখানার কালো ধোঁয়া বায়ু দূষিত করে। কিন্তু এর নির্গত রাসায়নিক বর্জ্য কী দূষিত করে? উত্তর: পানি ৩৩। জাকির সবসময় জমিতে স্প্রে করে। ফলে তার শ্বাসÑ প্রশ্বাসজনিত রোগ হয় । তার এ রকম রোগের জন্য দায়ী কী? উত্তর: দূষিত বায়ু ৩৪। মাসুম একটি কারখানায় কাজ করে। এখন তার মেজাজ খিটখিটে ধরনের। তার এ রকম আচরণের জন্য দায়ী কী? উত্তর: উচ্চঃস্বরে আওয়াজ
×